প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভারত সফরের শেষ দিনে আজ ভারতের আজমী শহরে খাজা গরীবে নেওয়াজ খ্যাত সুফি সাধক মইনুদ্দিন চিশতি দরগাহ শরীফ জিয়ারত করেছেন। রাজস্থানে খাজা গরীবে নেওয়াজ দরগা শরীফ জিয়ারত ও প্রার্থনার মাধ্যমে তার চার দিনব্যাপী ভারত সফর সমাপ্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে তিনি মাজার শরীফের উদ্দেশে রাজস্থানের জয়পুরে পৌঁছান। প্রধানমন্ত্রী জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান রাজস্থান রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী বুলাকি দাস কাল্লা।
এসময় একটি সাংস্কৃতিক দল রাজস্থানের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায়। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের উৎসাহ দেন। পরে সার্কিট হাউজে বিশ্রাম শেষে দুপুরে প্রধানমন্ত্রী দরগাহ শরীফে যান। সেখানে নফল নামাজ আদায় করেন এবং দেশ, জনগণ ও সমস্ত মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মুনাজাত করেন।
এছাড়া প্রধানমন্ত্রী খাজা গরীবে নেওয়াজ দরগাহ শরীফে ফাতেহা পাঠ এবং মোনাজাতের পর কিছু সময় অবস্থান করেন। পরে তিনি আজমীর দরগাহ শরীফের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
এর আগে সকালে জয়পুরের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেন তিনি। বাংলাদেশ বিমানের একটি ভিভিআই ফ্লইট প্রধানমন্ত্রীকে নিয়ে স্থানীয় সময় সকাল ৯টা ১২ মিনিটে জয়পুর আন্তর্জাতিক বিমানে বন্দরের উদ্দেশে নয়াদিল্লির পালাম বিমান বন্দর ত্যাগ করেন। তার বহনকারী বিমানটি স্থানীয় সকাল ১০টায় রাজস্থান পৌঁছান।
সফর শেষে আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৮ই সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।