কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইনখালী রহমতের বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১১১ জন ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উত্তরপাড়া সীমান্ত দিয়ে দুইজন সহ মোট ১১৩ জন মিয়ানমারের সীমান্ত পুলিশ সদস্য আশ্রয় নিয়েছে। বর্তমানে তারা কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির হেফাজতে আছে।
আজ মঙ্গলবার ভোরে মিয়ানমার থেকে সশস্ত্র অবস্থায় সীমান্তের এপারে চলে আসে তারা। এ নিয়ে ২২৮ জন সামরিক জান্তা বাহিনীর সদস্য আশ্রয় নিয়েছে। আশ্রিত সদস্যদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।
এরা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), সেনাবাহিনী, ইমিগ্রেশন সদস্য, পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্য বলে জানান বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তিনি জানান, বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।
এর আগে, আজ সকাল পর্যন্ত বিজিপির মোট ১১৩ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন বলে জানিয়েছিলেন বিজিবির এই কর্মকর্তা।
তিনি জানান, বিজিপি সদস্যদের নিরস্ত্রীকরণ করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়েছে।