বাঙালি হিন্দু স¤প্রদায়ের সবচে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আজ সোমবার (তেসরা অক্টোবর) মহাঅষ্টমী। দুর্গাপূজার সবচেয়ে জাঁকজমকপূর্ণ দিন আজ। উৎসবের আমেজে নতুন কাপড় পরে বাহারি সাজে আজ মন্দিরে মন্দিরে দেবীকে পুষ্পাঞ্জলি দেবেন ভক্তরা।
এই দিনই হবে সন্ধি পূজা। ভক্ত-পূজারিরা সকাল থেকেই মণ্ডপগুলোতে সমবেত হচ্ছেন। মহা অষ্টমীর বিহীত পূজা শেষেই হবে ‘কুমারী পূজা’।
এদিনের অন্যতম আকর্ষণ কুমারীপূজা। দেবীর সন্ধ্যাপূজা আর রামকৃষ্ণ মিশনগুলোতে কুমারি পূজার মধ্য দিয়ে সনাতম ধর্মবলম্বীরা দিনটি পালন করবেন।
পঞ্জিকা মতে, এবার দেবী এসেছেন গজে চেপে। বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে কৈলাশে ফিরে যাবেন নৌকায়।
আজ মহাঅষ্টমী
