আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে পেশ করা হবে, ২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেট। বিকেল তিনটায় সংসদ অধিবেশনে, দেশের ৫১তম এই বাজেট উপস্থাপন করবেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ঘোষিত বাজেটেই আগামী এক বছর রাষ্ট্র পরিচালনার সব আয়-ব্যয় চূড়ান্ত হবে। এবারের বাজেটের আকার হতে পারে, পৌনে ৭ লাখ কোটি টাকা। যা চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি।

বাজেটে সম্ভাব্য ব্যয় ধরা হতে পারে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। যা চলতি অর্থবছরের তুলনায় ৪৪ হাজার ৭৯ কোটি টাকা বেশি। প্রস্তাবিত বাজেটে ঘাটতি হবে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা।

বাজেটে বড় অংকের ঘাটতি পূরণে সরকারকে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ নিতে হবে। আসছে বাজেটে জিডিপি’র প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ ধরা হচ্ছে। এতে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরা হবে ৫ দশমিক ৫ শতাংশ। আর চলতি অর্থবছর মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৩।