নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির সাথে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল নয়টার দিকে উপজেলার পাঁচরুখী এলাকায় বিএনপি নেতা-কর্মীরা গাছের গুঁড়ি, সিমেন্টের পিলার ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। এসময়, লাঠিসোটা হাতে দফায় দফায় মিছিল করে তারা।

একই সময়, বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা মিছিল বের করলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।

একটি বিআরটিসি বাসসহ দুইটি বাস ভাংচুর করে অবরোধকারিরা। প্রায় আধা ঘন্টা ধরে চলে দফায় দফায় সংঘর্ষ। এসময় তিন পুলিশ সদস্য সহ অন্তত ১০ জন আহন হয়। পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সকাল সোয়া দশটায় পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।