অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে চার মৌসুমর পর কোপা দেল রে’র ফাইনাল নিশ্চিত করলো বার্সেলোনা। প্রথম লেগে ৪-৪ গোলে ড্র হওয়ায় এবা দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় শিরোপা নির্ধারণী ম্যাচে পৌঁছে গেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

আতলেতিকো মাদ্রিদের জন্য সময়টা ভালো যাচ্ছে না। দুই দলের ৪-৪ গোলে ড্র হওয়া প্রথম লেগের পর তারা পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে, সেটাও চ্যাম্পিয়ন্স লিগে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার ম্যাচ। লা লিগায় তারা শীর্ষস্থান থেকে নয় পয়েন্ট পিছিয়ে পড়েছে। এখন কোপা দেল রে থেকেও তাদের বিদায় নিশ্চিত হলো।

ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক খেলছিল। লামিন ইয়ামাল ও মার্কোস ইয়োরেন্তে দুই প্রান্ত দিয়ে আক্রমণ করছিলেন। তবে ধীরে ধীরে বলের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। মিডফিল্ডে পেদ্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ং দারুণ ছন্দে খেলছিলেন। ফেরমিন লোপেজও আক্রমণে কার্যকর ছিলেন।

প্রথমার্ধে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। লামিন ইয়ামালের পাস থেকে তিনি বল পেয়ে হুয়ান মুসোকে পরাস্ত করেন। এরপর রাফিনহা বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেননি।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে আতলেতিকো একসঙ্গে তিনটি পরিবর্তন আনে, তাদেরই একজন আলেকসান্দার সরলথ দারুণ সুযোগ পান ৫২তম মিনিটে। কিন্তু ওয়ান-অন-ওয়ানে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। তিন মিনিট পর সুযোগ পায় বার্সেলোনা, বক্সে ফের্মিন লোপেসের পাসে রাফিনিয়ার শট ঠেকান গোলরক্ষক।

খেলার ৬৯তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠান সরলথ, তবে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। ৭৪তম মিনিটে তরেসের বদলি নামার একটু পরই গোলে শট নেন লেভানদোভস্কি, তবে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি।

পরের সময়ে দুই দল পাল্টাপাল্টি আক্রমণ করে গেলেও গোল হয়নি আর পরিবর্তন আসেনি জয়-পরাজয়ে। হাসি মুখে মাঠ ছাড়ে বার্সেলোনা।

ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। আগামী ২৬ এপ্রিল ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ২০১৪ সালের পর এই প্রথম স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে দেখা যাবে ক্লাসিকো মহারণ।