নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আজ (শুক্রবার) সকাল সাড়ে দশটার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে এই আগুন লাগে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার (১৭ই জুন) ইপিজেডের ভেতরে নির্মাণ কাজের জন্য পাইলিং করার সময় নিচে থাকা গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। পরে সেখানে আগুন জ্বলে উঠে। গ্যাস লাইনের আগুন হওয়ায় এর শিখা দ্রুত উপরের দিকে উঠতে থাকে। এ কারণে সেখানে থাকা বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে, দ্রুত তারা ইপিজেড এলাকা ত্যাগ করেন।

নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ, মন্ডলপাড়া নারায়ণগঞ্জসহ ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিতাস মেন লাইন বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক। তবে, পাইপের মধ্যে অবস্থিত গ্যাস শেষ না হওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবেনা বলেও জানান তিনি।

এদিকে দুপুর ১২ টা পর্যন্ত আগুনের তীব্রতা ও গ্যাসের সরবরাহ চলমান থাকায় কাছে যেতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। ১২ টার দিকে গ্যাস লাইনের গ্যাস সরবরাহ কমিয়ে ধীরে ধীরে বন্ধ করা হয়। গ্যাস সরবরাহ বন্ধ হলেও আগুনের তীব্রতা না কমে বরং বেড়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনসহ বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিট ও ৪৫ জন দক্ষ কর্মী ইতোমধ্যে আগুন নেভাতে কাজ করছেন। আগুনের সূত্রপাত পরে বলা যাবে। কোনো হতাহত নেই।

তিনি জানান, আগুনের তীব্রতা অনেক, তাই কাছে যেতে পারছিলাম না আমরা। গ্যাস লাইনের চাপ কমিয়ে এটি বন্ধ করা হচ্ছে। এখন আরো সামনে গিয়ে কাজ করা হবে। পাইলিং এর কোনো কাজে বা আঘাতে হয়তো পাইপটি ফেটে গিয়ে থাকতে পারে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক দিনমনি শর্মা জানান, আগুন নেভাতে গ্যাসের কারণে বেগ পেতে হচ্ছে। আমরা কাজ করে যাচ্ছি।