বাংলাদেশের বিচার ব্যবস্থা পুরোপরি সরকারের নিয়ন্ত্রণে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা প্রতিদিন প্রায় সবাই মামলার হাজিরা দিতে আদালতে যাই। আমি ক্ষুদ্র মানুষ। আমার বিরুদ্ধেও ৯৮টা মামলা আছে। আর দুটো মামলা বাকি আছে সেঞ্চুরি করতে।
বৃহস্পতিবার রাজধানীর লেক শোর হোটেলে এক সেমিনারে এ কথা বলেন ফখরুল ইসলাম আলমগীর। ‘কারেন্ট স্টেট অব জুডিশিয়ারি: এ টুল টু অপরেস অপজিশন ইন বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট।
তিনি বলেন, ‘সরকার যতই চেষ্টা করুক, উলট-পালট বহু খাচ্ছে, বহু চেষ্টা করছে সব দিক দিয়ে, কিন্তু কোনো লাভ হবে না। মানুষ একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত হচ্ছে- তারা এই সরকারকে আর দেখতে চায় না। আইনজীবীদের কাছে অনুরোধ থাকবে… আপনাদের উদ্যোগকে (জোটবদ্ধ হওয়া) সারাদেশে ছড়িয়ে দিয়ে সমস্ত আইনজীবীদের নিয়ে এসে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, জনগণ আপনাদের সাথে আছে। ইনশাআল্লাহ আমরা জয়ী হবই।’
তিনি আরো বলেন, ‘আমরা শুধু এটুকু বলতে চাই, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। বিচার ব্যবস্থা যেটা আছে সেই বিচারব্যবস্থা তাদের (সরকার) মূল নিয়ন্ত্রণে চলে গেছে।’
‘এটার কারণ আছে? কারণটা হচ্ছে, তারা (আওয়ামী লীগ) গণতন্ত্রে বিশ্বাস করে না। আমরা যে গণতন্ত্রের কথা বলছি, আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র তো আওয়ামী লীগ বিশ্বাস করে না। এজন্য করে না, ১৯৭৫ সালে তারাই কিন্তু একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল,’ বলেন মির্জা ফখরুল।