আদালত যা আদেশ দিয়েছেন তা মানতে বাধ্য বুয়েট – জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিষয়ক জরুরি বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে দেয়া হাইকোর্টের রায়ের পরে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। বুয়েটের ভিসি এ সময় মন্তব্য করেন, আবরার হত্যার ভয় কাটাতে না পারার কারণেই ছাত্ররা রাজনীতি চায় না।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বুয়েটে রাজনীতি চালুর জন্য শিক্ষক, শিক্ষার্থী সহ সবার মতামত নিতে হবে, তবে আদালতের আদেশ শিরোধার্য।

এদিকে, বুয়েট ভিসিকে ছাত্র রাজনীতি চালুর বিষয়ে কিছু গাইড লাইন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বুয়েট ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাথে বৈঠক করেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীরা। বুয়েট ভিসির সাথে বৈঠকে বসা নয় সাবেক শিক্ষার্থী ছাত্র রাজনীতি চালুর বিষয়ে কিছু দিকনির্দেশনা দেন।

বৈঠকে তারা বুয়েটের উপাচার্যকে বলেন, ছাত্রলীগ সভাপতি রাতে আসলেও অন্ধকারের রাজনীতি করতে আসেনি। বৈঠক শেষে চলমান ছাত্র রাজনীতি-বিরোধী আন্দোলন সম্পর্কে তারা গণমাধ্যমে মন্তব্য করেন, যারা একাডেমি কার্যক্রমে বাধা দিচ্ছে তাদের আইনের আওতায় আনা উচিত।