বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা মুম্বাই আদালতের শরণাপন্ন হয়েছেন। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিক্রয় কর পরিশোধ করেননি তিনি। ইতোমধ্যে বিক্রয় কর সংক্রান্ত মামলায় অভিনেত্রীর বিরুদ্ধে নোটিশ জারি করেছে কর বিভাগ। আর ওই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার মুম্বাই আদালতে পাল্টা আবেদন করেছেন তিনি।

২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ এই চার অর্থবর্ষের অর্ডারকে চ্যালেঞ্জ করে আদালতে চারটি পিটিশন জমা দিয়েছেন আনুশকা। বিচারপতি নিতিন জামদার ও অজয় আহুজার ডিভিশন বেঞ্চে চলছে এই মামলা। বৃহস্পতিবারের পর পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে ৬ ফেব্রুয়ারি।

চারটি আবেদনের মধ্যে দুটি আবেদনের শুনানি হয় বৃহস্পতিবার। পরবর্তী শুনানি হওয়ার আগে আদালতের তরফে কর বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে আনুশকার আনা অভিযোগের জবাব দিতে।

আদালতে আনুশকা জানান, তিনি যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তি অনুসারে ছবিতে অভিনয় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনার কাজ করেছিলেন। এ ছাড়া আনুশকার ছবির ওপর কোনো কর ধার্য না হলেও এনডোর্সমেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনার কাজের পারিশ্রমিকের ওপর কর ধার্য করা হয়। যেটা করা যায় না বলে দাবি করেছেন তিনি।

তিনি আরও জানান, বিতর্কিত বিক্রয় করের দশ শতাংশ পরিশোধ না করা পর্যন্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তারা। যেটা করার কোনো বিধান নেই বলে জানান তিনি। সেই সঙ্গে কর কর্তৃপক্ষ ভুলভাবে এই কর ধার্য করেছে বলেও দাবি করেছেন আনুশকা।