এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার অন্যতম পলাতক আসামী সিয়াম হোসেনকে তদন্তের স্বার্থে বাংলাদেশ ও ভারত- দুই দেশের পুলিশই চেয়েছে নেপাল সরকারের কাছে। নেপালে চার দিনের সফর শেষে আজ মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এ কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ।
ডিবি প্রধান বলেন, অপরাধ কোথায় সংঘটিত হয়েছে এবং কাকে হত্যা করা হয়েছে – এসব বিবেচনায় নিয়ে নেপাল সরকার সিদ্ধান্ত নেবে কোন দেশে হস্তান্তর করা হবে সিয়ামকে। তবে যে দেশেই হস্তান্তর করা হউক না কেনো, এতে হত্যা মামলার তদন্তে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে ন।
সিয়ামকে জিজ্ঞাসাবাদের বিষয়ে তদন্ত কর্মকর্তা হারুন জানান, নেপালের পুলিশ অনানুষ্ঠানিকভাবে সিয়ামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, নেপালে পালিয়ে যাওয়ার পর সিয়াম যে হোটেলে ছিলো, সেখানকার সিসিটিভি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও ফুটেজ পাওয়া গেছে, যা তদন্তে গতি আনবে।