ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই তিনি বেশি পরিচিত। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বছরের ছোট ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই ক্যারিয়ারের আজ ইতি টানলেন সুনীল নারিন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন তিনি। ইনস্টাগ্রামে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
নারিন বলেছেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে চার বছর আগে খেলেছি। তবে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছি আজ। জনসম্মুখে আমি কম কথা বলি। তবে ব্যক্তিগতভাবে অনেকে আমার ক্যারিয়ারজুড়ে অনেক সমর্থন দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার স্বপ্নপূরণ হওয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এছাড়া নারিন আন্তর্জাতিক ক্রিকেটে যেসব কোচ, সতীর্থদের সঙ্গে খেলেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন। বর্তমানে তিনি ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেট সুপার ৫০ কাপে খেলছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটাই তার শেষ মৌসুম বলেও উল্লেখ করেছেন এই স্পিন অলরাউন্ডার।
ক্যারিবিয়ান জার্সিতে নারিন সবশেষ খেলেছিলেন চার বছর আগে। ২০১১ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই রহস্য স্পিনারের। ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয়। কেননা ৮ বছরে খেলেছেন কেবল ৬ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৫১ টি-টোয়েন্টি। তিন ফরম্যাট মিলিয়ে শিকার করেছেন ১৬৫ উইকেট।
নারিনের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে বল হাতে ৯ উইকেট শিকার করেছিলেন তিনি।