আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফরাসি তারকা করিম বেনজেমা। ফলে ফ্রান্সের জার্সি গায়ে আর মাঠে দেখা যাবে না তাকে। বিশ্বকাপ ফাইনালের একদিন পরই তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন। তাই এখন থেকে শুধু রিয়াল মাদ্রিদের জার্সিতেই মাঠ মাতাবেন তিনি।

ইনজুরির জন্য বিশ্বকাপের একটি ম্যাচেও খেলতে পারেননি বেনজেমা। তবে কাগজে-কলমে কাতার বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত ফ্রান্স দলের সদস্য ছিলেন তিনি। ইনজুরির কারণে বিশ্বকাপ শুরুর কিছু দিন আগেই ছিটকে পড়লেও তার নাম তালিকা থেকে বাদ দেননি কোচ দিদিয়ের দেশম। কিন্তু অবশেষে এবারের বিশ্বকাপের একটি ম্যাচ না খেলেই অবসর নিয়ে নিলেন তিনি।

ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচে ৩৭ গোল রয়েছে রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকারের। জাতীয় দল এক অর্থে করিম বেনজেমার জন্য আক্ষেপ হয়েই থাকবে। গত এক দশকেরও বেশি সময় মুগ্ধতা ছড়িয়েছেন পায়ের মূর্ছনায় ক্লাবের হয়ে। তার বর্তমান বয়স ৩৪।

২০১০ সালে তার সুযোগ ছিল প্রথমবারের মতো বিশ্বকাপে ফ্রান্সের প্রতিনিধিত্ব করার। কিন্তু দলে জায়গা হয়নি তার। ২০১৪ সালে জার্মানির কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় ফ্রান্সকে। অভিষেক বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে তিন গোল করতে সক্ষম হয়েছিলেন তিনি। নারীঘটিত কেলেঙ্কারিতেও জাতীয় দল থেকে নিষিদ্ধ ছিলেন পাঁচ বছরেরও বেশি সময়। এর মধ্যে ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতান এমবাপ্পে, তখন তিনি নিষিদ্ধ ছিলেন।

এবার হয়তো বিশ্বকাপ মাতাবেন তিনি, এমন আশা ছিলো ফরাসিদের। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরির হানা। ঘরে বসেই পুরো টুর্নামেন্ট দেখতো হয় করিম বেনজেমার।