অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেয়েছে। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজমুদ্দিন এরবাকান স্মরণে এই পুরস্কার দেওয়া হয়। এজন্য ক্রেস্ট ও চিঠি প্রদান করা হয়েছে।

সোমবার (পহেলা আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাজমুদ্দিন এরবাকান ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ফাতিহ এরবাকান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি ও ক্রেস্ট পাঠিয়েছেন।

জর্জিয়া, তুর্কমেনিস্তান এবং ডি-৮ এর দায়িত্ব পালনকারী তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফাতিহ এরবাকানের চিঠিসহ পুরস্কারের ক্রেস্ট তুলে দেন।