প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের মানুষের জীবনে যেন অগ্নিসন্ত্রাস আর ফিরে না আসে। তিনি বলেন বিএনপি জামাত আন্দোলন করছে, এতে আপত্তি নাই, তবে জনগণের জানমালের ক্ষতি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার সারাদেশে ১৫০টি নতুন সেতু ও ১৪টি ওভারপাসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্টানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্যের প্রসারে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হচ্ছে। বন্ধ পথগুলো চালু করা হচ্ছে বলে জানান তিনি। দেশের মানুষের উন্নত জীবন দেয়াই আমাদের লক্ষ্য। বিশ্বে মাথা উচু করে মর্যাদা নিয়ে চলবো আমরা। অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, এখানে যেন প্রতিবন্ধকতা না আসে সেজন্য সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, গাড়ি চালানোর সময় ড্রাইভারদের অস্বাভাবিক প্রতিযোগিতা বন্ধ করতে হবে।  তাদের প্রশিক্ষণ দিতে হবে। সড়ক দুর্ঘটনা এড়াতে নিয়ম মেনে যানবাহন চালানোর আহবান।

ফিলিস্তিনে হামলার ঘটনায় শুক্রবার জুমার নামাজের পর মসজিদে দোয়া করার অনুরোধ জানান তিনি। এসময় শনিবার শোক দিবস পালন করার ঘোষণা দেন। সকলকে এক হয়ে ফিলিস্তিনের অধিকার নিশ্চিত করতে হবে বলে জানান শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, বিদেশী বন্ধুরা নাখোশ হতে পারে এই ভয়ে ফিলিস্তিনে নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার সাহস নাই তাদের বিএনপির ।