বিএনপির আন্দোলন সফল সমাপ্তির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যুগপত আন্দোলনের সাথে যারা জড়িত সবাই সক্রিয়ভাবে কর্মসূচি পালন করছে। কর্মসূচিতে সম্পৃক্ত হয়েছে সাধারণ মানুষও। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোন বিকল্প নেই জানিয়ে আমির খসরু বলেন, আন্দোলন আরও জোরদার করতে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও পিপপল পার্টির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। দূর্গা পূজার পরে সরকার হটানোর ‘চূড়ান্ত কর্মসূচি’ কি হতে পারে তার নিয়ে আলোচনা করতে গণফোরাম ও পিপপল পার্টির সাথে বৈঠক করে বিএনপি। পরে গণফোরামের সভাপতি মোস্তফা মোহসিন মন্টু বলেন, বাংলাদেশের জনগণের দাবি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই নিরদলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন চলছে।