সুপার এইট পর্বটা দারুণভাবে শুরু করেছে ভারত। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তানকে ৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান সংগ্রহ করে রোহিত শর্মার দল। ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৪ রানে অলআউট হয় আফগানরা। ২৮ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব।
ব্রিজটাউনে আগে ব্যাটে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। ১১ রানেই অধিনায়ক রোহিত শর্মাকে হারায়। এরপর রিশাভ পান্ট আর বিরাট কোহলি জুটে গড়লেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। হোলি ২৪ আর পান্ট ২০ রান করে আউট হন।
ভালো করতে পারেননি শিভম দুবেও। ১০ রান করে সাজঘরে ফেরেন তিনিও। তবে পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়াকে নিয়ে দারুণ এক জুটি গড়েন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়া ২৪ বলে ৩২ আর যাদব ২৮ বলে করেন ৫৩ রান। শেষ দিকে অক্ষর প্যাটেলের ৬ বলে ১২ রানের ইনিংসে ভারত ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে।
রশিদ খান ও ফজলহক ফারুকি তিনটি করে উইকেট নেন।
বড় সংগ্রহ তাড়ায় নেমে ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি আফগান ব্যাটাররা। ২৩ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। চতুর্থ উইকেটে ৪০ রানের একটি জুটি হলেও আফগানরা পড়ে যায় রানের চাপে।
যসপ্রীত বুমরাহর বোলিং তোপে ১৩৪ রানেই থামে আফগান ইনিংস। তাদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন আজমতউল্লাহ অমরজাই। বুমরাহ নেন তিনটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৮১/৮ (সূর্যকুমার ৫৩, পান্ডিয়া ৩২, কোহলি ২৪, পন্ত ২০, অক্ষর ১২, দুবে ১০; রশিদ ৩/২৬, ফারুকি ৩/৩৩, নাভিন ১/৪০)।
আফগানিস্তান: ২০ ওভারে ১৩৪ (ওমরজাই ২৬, গুলবাদিন ১৭, নবী ১৪; বুমরা ৩/৭, অর্শদীপ ৩/৩৩, কুলদীপ ২/৩২, অক্ষর ১/১৫, জাদেজা ১/২০)।