টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের নিজেদের শেষ ও দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে চার রানের হারালো অস্ট্রেলিয়া। অ্যাডিলেড ওভালের এ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে অসিরা। জবাবে সাত উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে আফগানিস্তন।

এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল অস্ট্রেলিয়া। তবে এটাই এ বারের প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ হতে চলেছে কি না তা জানা যাবে শনিবার। সে দিন শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড। জস বাটলারের দল জিতলে দু’দলের পয়েন্ট সমান থাকলেও নেট রান রেটের বিচারে সেমিফাইনালে চলে যাবে ইংল্যান্ড। কারণ, সে ক্ষেত্রে দু’দলের জয়ের সংখ্যা হবে একই।

শুক্রবার অ্যাডিলেড ওভালের এ ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া ১৬৮ রানের জবাবে আফগানিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে। তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৩ বলে ৩৯ রান করেন গুলাবদিন। দুটি করে চার ও ছয়ের সাহায্যে ১৭ বলে ৩০ রান করেন রহমানুল­াহ গুরবাজ। ৯৯ রানে পঞ্চম ও ১০৩ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর রশিদ খান ও দারউইশ রসুলি ঝোড়ো ব্যাটিং চালাতে থাকেন।

১৮তম ওভারে কেন রিচার্ডসন ১৬ ও ১৯তম ওভারে জশ হ্যাজলউড ১১ রান দেন। শেষ ওভারে জেতার জন্য আফগানদের দরকার ছিল ২২ রান। তবে রশিদের বিধ্বংসী ইনিংসেও জয় নিশ্চিত হয়নি আফগানদের। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৩ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন রশিদ খান।

এর আগে ঘরের মাঠে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করে অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চের বদলি হিসেবে নামা ক্যামেরন গ্রিণ অবশ্য তেমন কিছুই করতে পারেননি। আউট হয়েছেন ৩ রান করে। মারকুটে ব্যাটিংয়ে ভালো শুরু পেয়ে ২৫ রানে থামেন ডেভিড ওয়ার্নার।

দলে সুযোগ পেয়ে স্মিথও ছিলেন অনুজ্জ্বল। ৪ বলে ৪ রান করে ফিরেছেন নাভিনের বলে এলবিডব্লিউ হয়ে। ইনিংসের মাঝের দিকে রানের গতি বাড়ান মিচেল মার্শ। ৩০ বলে তার ৪৫ রানের ইনিংসটি বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে অজিদের।

মার্শের বিদায়ের পর দায়িত্ব নিয়ে খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোয়িনিস। স্টোয়িনিস ২৫ রানে ফিরলেও শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন ম্যাক্সি। ৩২ বলে তার ৫৪ রানের অপরাজিত ইনিংসে ১৬৮ রান করে অস্ট্রেলিয়া।

আফগানদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন নাভিন। ৮ ওভার হাত ঘুরিয়ে নিয়েছেন ৩ উইকেট আর রান দিয়েছেন মোটে ২১। ফজল হক ফারুকি পেয়েছেন ২ উইকেট।