আফগানিস্তানে দূতাবাস বন্ধ করে দেওয়ার পর কাবুল বিমানবন্দর থেকেই নিজ দেশের নাগরিকদের ফেরানোর প্রক্রিয়া জারি রেখেছে যুক্তরাষ্ট্র। সোমবার দেশ ত্যাগে বেপরোয়া আফগানরা বিমানবন্দরটিতে জড়ো হলে বিশৃঙ্খলা দেখা দেয়। বন্ধ করে দেওয়া হয় বেসামরিক অংশ। এমন পরিস্থিতিতে বিমানবন্দরটির নিরাপত্তা নিশ্চিত করতে কাবুলে আরও ৫০০ সেনা পাঠাচ্ছে বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, কাবুল বিমানবন্দরের বেসামরিক অংশের নিরাপত্তা ভেঙে পড়ার পর আমেরিকান সেনারা তা পুনঃস্থাপনের কাজ করে যাচ্ছে।

কিরবি জানান, এই মুহূর্তে বিমানবন্দরটিতে ২৫০০আমেরিকান সেনা অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও ৫০০ সেনা পাঠানো হচ্ছে।

তিনি বলেন, আমরা ধারণা করছি আগামী কয়েক ঘণ্টার ভেতরে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

সোমবার কাবুল বিমানবন্দরে সবধরনের বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ ঘোষণা করা হয়।

পেন্টাগন মুখপাত্র জানান, এই অতিরিক্ত সেনা পাঠানোর লক্ষ্য হলো ফ্লাইট চালু হলে প্রতিদিন হাজারো মানুষকে সেখান থেকে সরিয়ে আনা।

সূত্র: বিবিসি