এবার আফগানিস্তানে এক শিশু কুয়ায় আটকা পড়েছে। দক্ষিণ জাবুল প্রদেশে এই ঘটনা ঘটেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ৯ বছরের শিশুটি গত দুই দিন যাবত আটকা পড়েছে। উদ্ধারকারীরা শিশুটির কাছে যেতে হিমশিম খাচ্ছেন।

দুই সপ্তাহ আগে মরক্কোতে একই ধরনের একটি ঘটনা বিশ্ববাসীকে নাড়া দেয়। রায়ান নামে এক শিশু কুয়ায় পড়ে যান। পাঁচদিন চেষ্টার পর উদ্ধারকারীরা শিশু রায়ানকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণ সে মারা যায়।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারকৃত ভিডিওতে দেখা গেছে, কুয়ার ভেতর শিশু হায়দার আটকা পড়েছে। শিশুটিকে দুই বাহু ও শরীরের ওপরের অংশ নাড়াতে দেখা যায়।

ভিডিওতে শিশুটির বাবাকে বলতে শোনা যায়, তুমি ঠিক আছো? আমার সঙ্গে কথা বল এবং কান্না করো না। তোমাকে বের করে আনার জন্য আমরা কাজ করছি। ভেতর থেকে শিশুটি করুণকণ্ঠে—‘ আমি কথা বলব’, বলতে শোনা যায়।

উদ্ধারকারীরা কুয়ার ভেতর রশি ফেলে ক্যামেরা দিয়ে এই ভিডিও ধারণ করেছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শিশু হায়দার ৩৩ ফুট গভীর কুয়ায় পড়ে গেছে।

ইসলামিক আমিরাতের উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল্ল গনি বারাদারের উপ সচিব আব্দুল্লাহ আজম এক টুইট বার্তায় জানিয়েছেন, অ্যাম্বুলেন্স, অক্সিজেন নিয়ে একটি টিম সেখানে উপস্থিত আছেন। উদ্ধারকারীরা শিশুটিকে উদ্ধার করতে গর্ত খুড়ছে।