আফগানিসà§à¦¤à¦¾à¦¨à§‡à¦° কাবà§à¦²à§‡ মারà§à¦•à¦¿à¦¨ গোয়েনà§à¦¦à¦¾ সংসà§à¦¥à¦¾à¦° (সিআইà¦) ডà§à¦°à§‹à¦¨ হামলায় জঙà§à¦—ি সংগঠন আল-কায়েদার শীরà§à¦· নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন। গত রোববার ওই হামলা চালানো হয় বলে জানা গেছে। মারà§à¦•à¦¿à¦¨ পà§à¦°à§‡à¦¸à¦¿à¦¡à§‡à¦¨à§à¦Ÿ জো বাইডেন নিজেই বিষয়টি নিশà§à¦šà¦¿à¦¤ করেছেন।
সà§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿ সময় সোমবার (১ আগসà§à¦Ÿ) টেলিà¦à¦¿à¦¶à¦¨à§‡ দেওয়া à¦à¦• বকà§à¦¤à¦¬à§à¦¯à§‡ জাওয়াহিরির মৃতà§à¦¯à§à¦° খবর নিশà§à¦šà¦¿à¦¤ করে যà§à¦•à§à¦¤à¦°à¦¾à¦·à§à¦Ÿà§à¦°à§‡à¦° পà§à¦°à§‡à¦¸à¦¿à¦¡à§‡à¦¨à§à¦Ÿ বলেন, জাওয়াহিরি মারà§à¦•à¦¿à¦¨ নাগরিকদের ওপর হতà§à¦¯à¦¾à¦•à¦¾à¦£à§à¦¡ ও সহিংসতা চালিয়েছেন। à¦à¦‡ সনà§à¦¤à§à¦°à¦¾à¦¸à§€ নেতার মৃতà§à¦¯à§ হয়েছে।
পà§à¦°à§‡à¦¸à¦¿à¦¡à§‡à¦¨à§à¦Ÿà§‡à¦° কারà§à¦¯à¦¾à¦²à§Ÿ হোয়াইট হাউসের বরাত দিয়ে মারà§à¦•à¦¿à¦¨ সংবাদমাধà§à¦¯à¦®à¦—à§à¦²à§‹ জানিয়েছে, সোমবার পà§à¦°à§‡à¦¸à¦¿à¦¡à§‡à¦¨à§à¦Ÿà§‡à¦° কারà§à¦¯à¦¾à¦²à§Ÿ থেকে বলা হয়েছে, আফগানিসà§à¦¤à¦¾à¦¨à§‡ চালানো à¦à¦•à¦Ÿà¦¿ অà¦à¦¿à¦¯à¦¾à¦¨ সফল হয়েছে। ওই অà¦à¦¿à¦¯à¦¾à¦¨à§‡à¦° বিষয়ে কয়েক ঘণà§à¦Ÿà¦¾à¦° মধà§à¦¯à§‡à¦‡ বিসà§à¦¤à¦¾à¦°à¦¿à¦¤ জানাবেন পà§à¦°à§‡à¦¸à¦¿à¦¡à§‡à¦¨à§à¦Ÿ জো বাইডেন।
২০১১ সালে পাকিসà§à¦¤à¦¾à¦¨à§‡ মারà§à¦•à¦¿à¦¨ অà¦à¦¿à¦¯à¦¾à¦¨à§‡ আল-কায়েদার পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ াতা ওসামা বিন লাদেন নিহত হন। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ২০১১ সালের ১৬ জà§à¦¨ আয়মান আল-জাওয়াহিরিকে আল-কায়েদার নতà§à¦¨ নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়।
যà§à¦•à§à¦¤à¦°à¦¾à¦·à§à¦Ÿà§à¦°à§‡à¦° গণমাধà§à¦¯à¦®à§‡ পà§à¦°à¦•à¦¾à¦¶à¦¿à¦¤ খবরে বলা হচà§à¦›à§‡, গত রোববার আফগানিসà§à¦¤à¦¾à¦¨à§‡à¦° রাজধানী কাবà§à¦²à§‡ মারà§à¦•à¦¿à¦¨ গোয়েনà§à¦¦à¦¾ সংসà§à¦¥à¦¾ সিআইঠপরিচালিত ডà§à¦°à§‹à¦¨ হামলায় তিনি নিহত হন। অবশà§à¦¯ à¦à¦‡ খবর à¦à¦–ন পরà§à¦¯à¦¨à§à¦¤ নিরপেকà§à¦·à¦à¦¾à¦¬à§‡ নিশà§à¦šà¦¿à¦¤ করা যায়নি।
তবে হোয়াইট হাউস জানাচà§à¦›à§‡, পà§à¦°à§‡à¦¸à¦¿à¦¡à§‡à¦¨à§à¦Ÿ জো বাইডেন à¦à¦‡ ডà§à¦°à§‹à¦¨ অà¦à¦¿à¦¯à¦¾à¦¨à§‡à¦° বিসà§à¦¤à¦¾à¦°à¦¿à¦¤ আগামী কয়েক ঘণà§à¦Ÿà¦¾à¦° মধà§à¦¯à§‡à¦‡ জানাবেন।
মারà§à¦•à¦¿à¦¨ টেলিà¦à¦¿à¦¶à¦¨ চà§à¦¯à¦¾à¦¨à§‡à¦² সিবিà¦à¦¸ নিউজ জানিয়েছে, তিনটি সূতà§à¦° আল-কায়েদা নেতার হতà§à¦¯à¦¾à¦° খবর নিশà§à¦šà¦¿à¦¤ করেছে। নিউইয়রà§à¦• টাইমস, ওয়াশিংটন পোসà§à¦Ÿ à¦à¦¬à¦‚ সিà¦à¦¨à¦à¦¨ অজà§à¦žà¦¾à¦¤ পরিচয় সূতà§à¦°à§‡à¦° বরাত দিয়ে নিহত বà§à¦¯à¦•à§à¦¤à¦¿à¦° পরিচয় নিশà§à¦šà¦¿à¦¤ করেছে।
à¦à¦° আগে à¦à¦•à¦œà¦¨ উচà§à¦šà¦ªà¦¦à¦¸à§à¦¥ মারà§à¦•à¦¿à¦¨ করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾ নিশà§à¦šà¦¿à¦¤ করেন যে, আফগানিসà§à¦¤à¦¾à¦¨à§‡ ‘গà§à¦°à§à¦¤à§à¦¬à¦ªà§‚রà§à¦£â€™ à¦à¦•à¦Ÿà¦¿ আল-কায়েদা লকà§à¦·à§à¦¯à¦¬à¦¸à§à¦¤à§à¦° বিরà§à¦¦à§à¦§à§‡ ‘সফল’ অà¦à¦¿à¦¯à¦¾à¦¨ চালানো হয়েছে। ওই করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾ বলেন, অà¦à¦¿à¦¯à¦¾à¦¨ সপà§à¦¤à¦¾à¦¹à¦¾à¦¨à§à¦¤à§‡ চালানো হয়েছিল à¦à¦¬à¦‚ কোনো বেসামরিক লোক তাতে কà§à¦·à¦¤à¦¿à¦—à§à¦°à¦¸à§à¦¤ হয়নি।
à¦à¦¦à¦¿à¦•à§‡ আফগানিসà§à¦¤à¦¾à¦¨à§‡à¦° কà§à¦·à¦®à¦¤à¦¾à¦¸à§€à¦¨ গোষà§à¦ ী তালেবানের à¦à¦•à¦œà¦¨ মà§à¦–পাতà§à¦° বলেছেন, গত রোববার রাজধানী কাবà§à¦²à§‡à¦° à¦à¦•à¦Ÿà¦¿ আবাসিক à¦à¦²à¦¾à¦•à¦¾à¦¯à¦¼ আমেরিকান ডà§à¦°à§‹à¦¨ হামলা হয়েছে। তিনি à¦à¦‡ আকà§à¦°à¦®à¦£à¦•à§‡ আনà§à¦¤à¦°à§à¦œà¦¾à¦¤à¦¿à¦• নীতির পরিষà§à¦•à¦¾à¦° লঙà§à¦˜à¦¨ বলে অà¦à¦¿à¦¹à¦¿à¦¤ করেন।
আল-কায়েদার পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ াতা ওসামা বিন লাদেন à¦à¦¬à¦‚ আল-জাওয়াহিরি à¦à¦• সাথে আমেরিকার বিরà§à¦¦à§à¦§à§‡ যà§à¦¦à§à¦§ ঘোষণা করেছিলেন à¦à¦¬à¦‚ ২০০১ সালের ১১ সেপà§à¦Ÿà§‡à¦®à§à¦¬à¦°à§‡à¦° à¦à§Ÿà¦¾à¦¬à¦¹ সনà§à¦¤à§à¦°à¦¾à¦¸à§€ হামলার আয়োজন করেন বলে অনেকে অà¦à¦¿à¦¹à¦¿à¦¤ করেন।
আল-জাওয়াহিরি মিশরের ইসলামি জিহাদ নামক জঙà§à¦—ি সংগঠন পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ া করেন। ওসামা বিন লাদেন ২০১১ সালের মে মাসে মারà§à¦•à¦¿à¦¨ বাহিনীর হাতে নিহত হবার পর আল-জাওয়াহিরি আল-কায়েদার নেতৃতà§à¦¬ গà§à¦°à¦¹à¦£ করেন।
তার আগে আল-জাওয়াহিরিকে ওসামা বিন লাদেনের ডান হাত আর আল-কায়েদার মূল চিনà§à¦¤à¦¾à¦¬à¦¿à¦¦ বলে গণà§à¦¯ করা হতো। অনেকে মনে করেন আয়মান আল-জাওয়াহিরিই ছিলেন ১১ সেপà§à¦Ÿà§‡à¦®à§à¦¬à¦°à§‡à¦° সনà§à¦¤à§à¦°à¦¾à¦¸à§€ হামলার মূল রূপকার।