দশ বছরের বঙ্গভবন বাস শেষে নিজের বাসায় ফিরেছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বিদায়ী গার্ড অব অনারসহ নানা আনুষ্ঠানিকতায় বঙ্গভবন ত্যাগ করেন। সেসকল আনুষ্ঠানিকতার ফাঁকে সাংবাদিকদের সাথেও কথা বলেন। জানান, জীবনের বাকি সময়টা লেখালেখি করে সাধারণভাবে কাটাতে চান। রাজনীতিকে পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন।

টানা দুই মেয়াদে ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষেশ্রদ্ধা, ভালবাসা, সম্মান, মর্যাদা নিয়ে বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ আবদুল হামিদ। বিদায়ের সময় রাষ্ট্রীয় কাঠামোর সর্বোচ্চ পদের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গিয়েছেন তিনি, যা দেশে বিরল।

২০১৩ সালের এপ্রিলে বঙ্গভবনবাসী হয়েছিলেন আবদুল হামিদ। প্রথম পাঁচ বছরের মেয়াদ শেষে দ্বিতীয়বারও তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে টানা দশ বছর বঙ্গভবনে কাটে জীবন।  বিদায়ের আনুষ্ঠানিকতার মাঝেই স্বপ্রতিভ, রসবোধ স¤পন্ন বর্ষীয়ান এই রাজনীতিবিদ কথা বলেন সাংবাদিকদের সাথে। অন্য রাজনীতিবিদদের জন্য দেন পরামর্শ।

জীবনের আশির পথে এগুনো আবদুল হামিদ, জীবনের আশি শতাংশ দিয়েছেন রাজনীতিকে। বলেছেন, আর রাজনীতি নয়, এখন অবসর কাটাবেন।

অবসরে কী করবেন, তার পরিকল্পনাও করে রেখেছেন সদ্য বিদায় নেয়া রাষ্ট্রপতি।

রাজধানীর নিকুঞ্জে আবদুল হামিদের একটি বাড়ি আছে। সেখানেই তাঁকে নিরাপত্তা দলের গাড়ির বহর পৌঁছে দেয়। সেই বাড়িতেই জীবনের বাকিটা সময় সাধারণভাবে কাটাতে চান ব্যতিক্রমী রাজনীতিবিদআবদুল হামিদ।