এক সময়ে বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা। ২০০৬ এ ঘর বেঁধেছিলেন তারা। সুখের এ সংসারে আসলো একমাত্র মেয়ে আইরা তেহরীম খান। কিন্তু ভক্তদের মন ভেঙে দিয়ে ১১ বছরের দাম্পত্য থেকে অব্যাহতি নেন তারা।
এরপর বিচ্ছেদ নিয়ে কোন কথা বলতে শুনা যায়নি তাদের কাউকেই। এরই মাঝে পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখার্জির সাথে ঘর বেধেছেন মিথিলা। অন্যদিকে তাহসান ব্যস্ত আছেন গান এবং অভিনয় নিয়ে।
এবার তাহসান এবং মিথিলা দিলেন একটি সংবাদ। একটি ওয়েব সিরিজে একসাথে অভিনয় করছেন তারা। সিরিজটির নাম বাজি। এর নির্মাতা আরিফুর রহমান।
জানা গেছে, এরইমধ্যে ওয়েব সিরিজটির একটা ধাপের শুটিং হয়ে গেছে। তাহসান মিথিলা ছাড়াও সিরিজে অভিনয় করেছেন বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পী। সিরিজটিতে তাহসান অভিনয় করছেন একজন ক্রিকেটারের চরিত্রে এবং মিথিলা একজন সাংবাদিকের চরিত্রে।
সিরিজটি নিয়ে বিস্তারিত কথা বলেননি কেউই। তবে এ বছরই মুক্তি পেতে পারে সিরিজটি।
উল্লেখ্য, ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘মধুরেন সমাপয়েত’ নাটকসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন তাহসান এবং মিথিলা। বেশ কয়েকটি গানের ভিডিওতেও একসাথে কাজ করেছিলেন সাবেক এ জুটি।
এছাড়া এই ওয়েব সিরিজ দিয়ে ওটিটিতে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছে তাহসান। তবে কোনো প্ল্যাটফর্মে সিরিজটি দেখানো হবে সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, তাহসান-মিথিলা জুটি হয়ে বেস কয়েকটি নাটকে অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘মধুরেন সমাপয়েত’সহ বেশকিছু নাটকে। একসঙ্গে গেয়েছেন গানও। এই সংসারে আইরা তেহরীম খান নামে তাদের একটি মেয়েও রয়েছে।