আবারও নির্বাচন নির্বাচন খেলার চক্রান্ত করছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ঐ ফাঁদে বাংলাদেশের মানুষ এবার আর পা দেবে না। সেই সুযোগ দেয়া হবে না। আজ (রোববার) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ কোনো ভিন্নমত বিশ্বাস করে না, মুখে বললেও প্রকৃত অর্থে গণতন্ত্র বিশ্বাস করে না। ভয়ভীতি দেখিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন, জনগণ চাইলে এর পরিবর্তন করতে হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যেতে নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়। বিএনপি মহাসচিব বলেন, জনগণকে আর বোকা বানানো যাবে না। সেই জায়গা থেকে বিএনপি জনগণকে নিয়ে উঠে আসতে শুরু করেছে। একে আরো জোরদার করতে হবে, বেগবান করতে হবে। জেগে উঠে এখন দেশের মানুষের অধিকার আদায় করে নিতে হবে।
তিনি বলেন, এখন রুখে দাঁড়াতে হবে, দুরন্তভাবে জেগে উঠে আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন মানতে বাধ্য করতে হবে।