আবারো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছেন শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। আজ (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

৫ বছর পর আবারও বাংলাদেশের ক্রিকেটে ফিরলেন হাথুরু। দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন লঙ্কান এ কোচ। লঙ্কান এ কোচ দায়িত্ব পালন করবেন তিন ফরম্যাটেই।

আগামী ২০ শে ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে শ্রীলঙ্কার সাবেক এই কোচের।

এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় তিন বছরেরও বেশি সময় বাংলাদেশের কোচ ছিলেন হাথুরুসিংহে।  ২০১৭ সালে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর থেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। মূলত, নিজের দেশ শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে সে চাকরি বেশিদিন টেকেনি। তাকে বরখাস্ত কওে শ্রীলঙ্কা বোর্ড।

গম্প্রতি বাংলাদেশ দলের দীর্ঘদিনের কোচ রাসেল ডমিঙ্গোর বিদায় নেন। তারপর মাসখানেক ধরে ফাঁকা ছিল প্রধান কোচের জায়গাটা। গুঞ্জন ছিল চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ জাতীয় দলের কোচ হচ্ছেন। আজ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর জানায় নিউ সাউথ ওয়েলস। তখনই অনুমান করা গিয়েছিল, হাথুরুসিংহের বাংলাদেশে ফিরে আসাটা মোটামুটি নিশ্চিত। সন্ধ্যায় এলো চন্ডিকার কোচ হওয়ার খবর।