টানা দ্বিতীয়বার বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের তকমা পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মার্কিন সাময়িকী ফোর্বসের করা হিসেবে অনুসারে এই মুহূর্তে ক্লাবটির বাজারমূল্য ৬ দশমিক ০৭ বিলিয়ন মার্কিন ডলার, বা ৬৫ হাজার ৯১ কোটি টাকা।

ফোর্বসের হিসেবে রিয়ালের পরেই সবচেয়ে দামি ক্লাব ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের বর্তমান বাজারমূল্য ৬ বিলিয়ন মার্কিন ডলার, বা ৬৪ হাজার ৬৪০ কোটি টাকা।

এদিকে, সংকটে থাকা স্প্যানিশ ক্লাব বার্সেলোনা আছে তিন নম্বরে। ২০২১ সালে ১ নম্বরে থাকা স্প্যানিশ ক্লাবটির বর্তমান বাজারমূল্য ৫ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলারে।

ফোর্বস বলছে, গত এক বছরে রিয়ালের বাজারমূল্য বেড়েছে ১৯ শতাংশ। এই সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বাজারমূল্য বেড়েছে ৩০ শতাংশ আর বার্সেলোনার ১০ শতাংশ।

দামি ক্লাবগুলোর মধ্যে ৪র্থ থেকে ১০ম স্থানে আছে যথাক্রমে লিভারপুল (৫ দশমিক ২৯ বিলিয়ন), ম্যানচেস্টার সিটি (৪ দশমিক ৯৯ বিলিয়ন), বায়ার্ন মিউনিখ (৪ দশমিক ৮৬ বিলিয়ন), পিএসজি (৪ দশমিক ২১ বিলিয়ন), চেলসি (৩ দশমিক ১ বিলিয়ন), টটেনহ্যাম (২ দশমিক ৮ বিলিয়ন) ও আর্সেনাল (২ দশমিক ২৬ বিলিয়ন)।