ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার প্রেম ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে। এ বছরের শুরু দিকে গায়িকার সঙ্গে তরুণ প্রজন্মের গায়ক ইমরান মাহমুদুলের সঙ্গে প্রেমের গুঞ্জন চাউর হয়।

এবার কয়েক মাস না যেতেই নতুন গুঞ্জন, প্রভা-ইমরানের প্রেম ভেঙে গেছে।  তখন প্রভার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইমরানের সঙ্গে তোলা ছবি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। তবে সরাসরি কিছু বলেননি প্রভা বা ইমরানের কেউ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিরহ-বিচ্ছেদের পোস্ট দিয়ে আসছেন প্রভা। তার সেসব স্ট্যাটাসে ভক্ত-অনুরাগীদের ধারণা ব্রেকআপ হয়েছে প্রভার।

সম্প্রতি এক স্ট্যাটাসে প্রভা লিখেছিলেন— ‘সঠিক মানুষ তোমার অতীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে’।

প্রসঙ্গত, ইমরানের আগে ছোট পর্দার এক তরুণ অভিনেতার সঙ্গে প্রভার সম্পর্ক ছিল বলে শোনা যায়। সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় অনেকদিন বিষাদে ডুবে ছিলেন অভিনেত্রী। তার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে সেই বিষাদের ছায়া ছিল। সেই বিষাদ কাটিয়ে সুখের সাগরে ভেসেছিলেন ইমরানের সান্নিধ্যে। কিন্তু এই সুখও বুঝি টেকসই হলো না!

গত ২০ মে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা শেয়ার করেছেন প্রভা। সেখানে লেখা রয়েছে— ‘কখনো খেয়াল করেছ, একটা বিচ্ছেদের পর, সৎ মানুষটি একাই থাকে এবং যন্ত্রণাগুলোর সঙ্গে লড়ে যায়। আর প্রতারক মানুষটি ততক্ষণে আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়ে।’