সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের যে পরীক্ষা বাড়িয়েছে তারই অংশ হিসেবে আজও বেশকিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, উত্তর কোরিয়ার এমন আচরণে ইতোমধ্যে জাপানের উত্তর ও মধ্য অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।
গতকালও (বুধবার) উত্তর কোরিয়া ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর একটি দক্ষিণ কোরিয়ার জলসীমা অতিক্রম করে সকচো শহর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে আছড়ে পড়েছে। বলা হচ্ছে, এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ সংখ্যক ক্ষেপণাস্ত্র।
উত্তর কোরিয়ার এমন আচরণে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী। তারা ব্যাপারটিকে অগ্রহণযোগ্য অনুপ্রবেশ হিসেবে মন্তব্য করার ঘন্টা তিনেকের মধ্যেই পাল্টা জবাবে উত্তর কোরিয়ার দিকে তিনটি এয়ার-টু-গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে সিউল।