বলিউড তারকা দিশা পাটানি ফ্যাশনে বরাবরই এগিয়ে। সম্প্রতি বেগুনি বডিকন মিনি ড্রেসে ফটোশুট করেছেন দিশা। স্টাইলিশ পোশাকে দিশাকে দেখে মুগ্ধ ভক্তরা।

এমন রূপে দিশাকে দেখে আনন্দিত তার অনুরাগীরা। কালো কাটআউট ড্রেস দিশা পাটানিকে আরও আবেদনময়ী লাগছে।

এই ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন দিশা।

খোলামেলা পোশাকে ড্রেসে মোহময়ী রূপে দিশা। এভাবেই তিনি তারুণ্যের হৃদয়ে ঝড় তুলছেন।

লিল্যাক বডিকন ড্রেসে অপরূপা দিশা পাটানি। এমনই আকর্ষণীয় রূপে দর্শকদের মন জয় করে নিচ্ছেন দিশা।

দিশার কালো হাই স্লিট ড্রেসে রূপসী সাজ। সোনালি মিনি ড্রেসেও দুর্দান্ত দিশার রূপ।