প্রখ্যাত সংগীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসীর দৌহিত্র ও তরুণ চিকিৎসক আরমান সোবহান মাত্র ২৯ বছর বয়সে নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে ম্যানহাটনের অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে, রাতে কোনো এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।

মরহুম মুস্তাফা জামান আব্বাসীর দৌহিত্র আরমানের মা সামিরা আব্বাসী বর্তমানে ফ্লোরিডার মায়ামিতে বসবাস করেন। শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সামিরা আব্বাসী ও ইঞ্জিনিয়ার খালেদ সোবহানের দুই সন্তানের একজন ছিলেন আরমান।

পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ ফ্লোরিডায় নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে সমাহিত করা হবে। বাংলাদেশের পরিচিত আব্বাসী পরিবারের এই তরুণ সদস্যের অকালপ্রয়াণে পরিবার ও সম্প্রদায় গভীর শোকস্তব্ধ।

আরমান সোবহান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। মাত্র চৌদ্দ বছর বয়সে তিনি একটি বই প্রকাশ করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন বিশ্বখ্যাত কর্নেল বিশ্ববিদ্যালয়ে। তিনি মেডিকেল স্কুলে কৃতিত্বের সাথে পড়াশোনা শেষ করেন এবং একাধিক গবেষণাপত্র প্রকাশ করেন। সম্প্রতি নিউইয়র্কের সেন্ট জোন্স রিভারসাইড হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে যোগ দেন। চিকিৎসা পেশায় তিনি বিশেষভাবে কার্ডিওলজিতে দক্ষতা অর্জনের স্বপ্ন দেখতেন।

চিকিৎসাশাস্ত্রের বাইরে আরমান ছিলেন একজন দক্ষ সংগীতশিল্পী। পিয়ানো, বাঁশি, স্যাক্সোফোন এবং বেহালা বাজাতে পারতেন অনবদ্য দক্ষতায়। বহুমাত্রিক প্রতিভার জন্য পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের কাছে তিনি ছিলেন সবার প্রিয়।

এই তরুণ চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে। অনেকেই ফেইসবুকে শোক প্রকাশ করেছেন, আব্বাসি পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

আরমানের মরদেহ ফ্লোরিডায় নিয়ে যাওয়া হবে। শুক্রবার ৩০৪১, কার্ক আরডি লেকওয়ার্থ wpb ৩৩৪৬১ ( ডরসি স্মিথ ফিউনারেল হোম) এ জুমার নামাজের পর জানাজা সম্পন্ন হবে। পরে সেখানেই তাকে সমাহিত করা হবে। তার নামাজের জানাজায় সবার উপস্থিত থাকার জন্য আহ্ববান জানানো হয়েছে।

উল্লেখ্য, আরমানের মা সামিরা আব্বাসী কিছুদিন আগে হারিয়েছেন তাঁর বাবা, বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসীকে। তারও আগে প্রয়াত হন তাঁর মা, খ্যাতিমান শিশু সাহিত্যিক আসমা আব্বাসী। এভাবে একের পর এক শোকের আঘাতে বিধ্বস্ত এই পরিবারে তরুণ আরমানের অকালপ্রয়াণ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি।