পহেলা বৈশাখকে সম্প্রীতির অন্যতম প্রতীক উল্লেখ করে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশে নানা মত-ধর্ম-রীতিনীতির মধ্যেও সবাই এক পরিবারের সদস্য।’ রোববার (১৩ এপ্রিল) রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সোমবার পহেলা বৈশাখ, আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে, নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করবেন। সার্বজনীন এ উৎসবে অংশ নেবেন।
উপমহাদেশের শিক্ষার প্রসারে বৌদ্ধ বিহারগুলোর গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, অতি প্রাচীন সময় থেকেই এ অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো। এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন।
তিনি বলেন, পৃথিবীর দূরদূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এ বিহারগুলোতে আসতেন। মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন। শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয়, সমাজে জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বিহারগুলো।
প্রধান উপদেষ্টা বলেন, মহামানব গৌতম বুদ্ধ বিশ্বমানবতার কল্যাণে সম্প্রীতি ও সাম্যের বাণী প্রচার করেন। বৌদ্ধধর্ম জীবজগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করেন। মহামানব বুদ্ধ বলেছেন, শান্তি, সুখ থেকে আমরা কাউকে বঞ্চিত করতে পারি না; এমনকি ক্ষুদ্র জীবকেও না।
প্রধান উপদেষ্টা বলেন, ‘গৌতম বুদ্ধ বিশ্বমানবতার কল্যাণে সম্প্রীতি ও সাম্যের বাণী প্রচার করেন। বৌদ্ধধর্ম জীবজগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করে। মহামানব বুদ্ধ বলেছেন, শান্তি, সুখ থেকে আমরা কাউকে বঞ্চিত করতে পারি না; এমনকি ক্ষুদ্র জীবও। এ দেশের বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর বিশ্ববরেণ্য একজন মহাপণ্ডিত। মহামানব বুদ্ধের বাণী তিনি বহন করে নিয়েছিলেন সেই মহাচীনের তিব্বতে। চীনে এখনো তাকে সর্বোচ্চ মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়। বৌদ্ধ ধর্মের নিদর্শন, স্থাপনা, ঐতিহ্য ও পণ্ডিতগণ মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম নিদর্শন উল্লেখ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’
‘আমাদের পার্থক্য থাকলেও, আমরা কেউ কারও শত্রু নই। আমরা বাংলাদেশি, আমরা সবাই এক কাতারে। যখন শপথ নেই, তারপর শুনি যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়েছে। আমার মন খারাপ হয়ে গেল। আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম। সেখানেও বললাম আমরা এক পরিবারের। তারা দাবি-দাওয়া জানালেন। পরিষ্কার দাবি, সবার সমান অধিকার। এই অধিকার সংবিধানের। রাষ্ট্রের দায়িত্ব এটা নিশ্চিত করা,’ বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আবার শুনলাম সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। তখন আবার সবার সঙ্গে বসলাম। এরপর দুর্গাপূজার সময় এল। সবাইকে বললাম এটা সুযোগ, উৎসব-আনন্দের ব্যাপার। নিশ্চিত করতে হবে যে, হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের হামলা যেন না হয়। সবাই বিষয়টাকে নিল। আমি খুশি হলাম। তাঁতিবাজারে একটা ঘটনা ঘটেছিল, এটা ছাড়া আর কোথাও কোনো সমস্যা হয়নি। খুব আনন্দিত হয়েছিলাম যে পুরো সময়টা একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছিল।’
তিনি বলেন, ‘এখন আবার নতুন কথা, হামলা-অত্যাচার হচ্ছে, বিদেশি প্রচারমাধ্যম বলছে। আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কী হচ্ছে, কোথায় হচ্ছে। সবদিক থেকে বলছে যে কিছু হচ্ছে না। তাহলে যে তথ্য আমরা পাচ্ছি, আর যা প্রচার হচ্ছে তার মধ্যে একটা ফারাক থেকে গেছে। আমি যে তথ্য পাচ্ছি তা ভুল হতে পারে। তাই তথ্যের ওপর ভরসা করে বসে থাকা মানে অন্ধের মতো বসে থাকা। আমাদের ভেতরে গিয়ে দেখতে হবে যে, তথ্যের মধ্যে গরমিল কেন। তাহলে, ওরা যা বলছে সেটা মিথ্যা, নাকি আমরা যা জানছি সেটা মিথ্যা। সত্যটা কোথায়?’
‘আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই। সেখানে সঠিক তথ্য কীভাবে পাব, সেটা আমাদের জানান। প্রকৃত তথ্য, অনেক সময় সরকারি তথ্যের ওপর ভরসা করে লাভ নেই। কর্তা যা চায়, সেভাবে বলে। আসলটা মন খুলে বলতে চায় না। আমরা আসল খবরটা জানতে চাই। সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে চাই,’ যোগ করেন তিনি।
ড. ইউনূস বলেন, ‘এত বড় দেশে যেকোনো ঘটনা ঘটতে পারে। কিন্তু প্রকৃত তথ্য জানতে চাই। তাৎক্ষণিক খবর পেলে যেন সমাধান করা যায়। যেদিক থেকেই দোষী দোষীই। তাকে বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব।’
তিনি বলেন, ‘প্রথম কথাটা হলো, অত্যাচার না হওয়ার পরিবেশ সৃষ্টি করা। আর হয়ে গেলে তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা করা। আমি যা বলছি তা দেশের বেশিরভাগ মানুষ মনে করে। আমরা এক পরিবারের মানুষ হিসেবে সামগ্রিকভাবে দায়িত্ব পালন করতে পারি। সেখানে তথ্য ও প্রতিকার হলো বড় বিষয়।’
তিনি আরও বলেন, ‘আমি তথ্য পেলাম, কিন্তু প্রতিকার পেলাম না, সমস্যা হয়ে গেলে সমাধান করতে হবে। আজকের আলোচনা খোলাখুলি, আমরা সবাই আলোচনা করব। আমাদের লক্ষ্যে কোনো গোলমাল নেই। তথ্যপ্রবাহ কীভাবে পাব, দোষীকে কীভাবে ধরব, যেন সবাই সঠিক তথ্যটা পেয়ে যায়। এমন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যার নাম দিয়েছি নতুন বাংলাদেশ।’
‘আপনাদের কথা বলে সন্তুষ্ট করে আজকের মতো বিদায় দিলাম তা নয়। এটা দ্রুত করতে হবে। ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের বর্তমানেই করে যেতে হবে।
কীভাবে নিরাপদে সংগ্রহ করব, যে তথ্য দিচ্ছে সে যেন বিব্রত না করে তাও নিশ্চিত হতে হবে,’ বলেন তিনি।