নির্বাচনের আগে সংলাপ হবে কি না সে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো, তবে সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় বলে ওয়াশিংটনকে নিশ্চিত করেছে ঢাকা। বাংলাদেশ সফররত আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতারের সাথে সাক্ষাতের পর একথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সোমবার (১৬ই অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, বৈঠকে র‌্যাবের কয়েক কর্মকর্তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আবারও আহবান জানানো হয়েছে। একইসাথে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব।

এর আগে দুপুরে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের সঙ্গে বৈঠক করেন আফরিন আখতার। পরে তার সঙ্গে পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাৎ হয় ।