যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের শার্লটে গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের সময় চারজন আইন প্রয়োগকারী কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। হামলাকারীদের একজন পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছেন। খবর বিবিসি।
শ্যারোলেট মেকলেনবার্গ পুলিশ বিভাগের প্রধান জনি জেনিংস এক সংবাদ সম্মেলনে জানান, তারা চারজনই মার্শাল টাস্কফোর্সের সদস্য। এই টাস্কফোর্সটি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে গঠিত।
জেনিংস জানান, আগ্নেয়াস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত এক অপরাধীকে ওয়ারেন্ট নিয়ে গ্রেফতার করতে গিয়েছিলেন ৮ জন কর্মকর্তা। ড্রাইবের ফাইভ থাউসেন্ড ব্লকের একটি বাড়িতে সন্দেহভাজন ব্যক্তি আশ্রয় নিয়েছেন এমন খবর পেয়ে তারা অভিযান চালায়। কিন্ত বাড়িটিতে ঢোকার পর ওই ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়ে। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। পরে বাড়ির উঠোনে সন্দেহভাজন ব্যক্তির মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
পুলিশ কর্মকর্তা জনি জেনিংস আরও বলেন, ‘শ্যারোলেট শহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আজ অত্যন্ত দুঃখজনক একটি দিন। আজ আমরা কিছু বীরকে হারালাম যারা আমাদের সবাইকে নিরাপদে রাখতে কাজ করছিল।