বহুল প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ভার্মন্ট অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকার অন্যান্য রাজ্যগুলোতেও ভোটগ্রহণ শুরু হয়ে যাবে। সময়ের ভিন্নতার কারণে আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের একেক এলাকায় ভোটকেন্দ্রগুলো খুলছে একেক সময়ে। নিউ হ্যাম্পশায়ারসহ কিছু রাজ্যে এরই মধ্যে ভোট চলছে।
বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্র খোলার সময় প্রকাশ করেছে সিএনএন।
সকাল ৬টা : কানেটিকাট, ইন্ডিয়ানা, কেন্টাকি, মেইন, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া।
সকাল ৬:৩০: ওহাইও, উত্তর ক্যারোলাইনা, পশ্চিম ভার্জিনিয়া, ভার্মন্ট।
সকাল ৭টা: আলাবামা, ডেলাওয়্যার, ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, ক্যানসাস, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিজৌরি, পেনসিলভেইনিয়া, রোড আইল্যান্ড, সাউথ ক্যারোলাইনা, টেনিসি।
সকাল ৮টা: অ্যারিজোনা, আইওয়া, লুইজিয়ানা, মিনেসোটা, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ওকলাহোমা, টেক্সাস, উইসকনসিন।