বিপুল ভোট পেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

যদিও আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই নিরঙ্কুশ বিজয়ের দাবি করেন পুতিন। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, এই সমর্থনের জন্য এবং আমার ওপর বিশ্বাস রাখার জন্য আপনাদের সবাইকে। সব নাগরিককে ধন্যবাদ জানাতে চাই।

১৯৯৯ সালের প্রথম রাশিয়ার রাষ্ট্রক্ষমতায় বসেছিলেন পুতিন। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এই জয়ের মধ্য দিয়ে ৭১ বছর বয়সী পুতিন আগামী ৬ বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত করে নিলেন।

নির্বাচনে পুতিন যে নিরঙ্কুশ জয় পাবেন, তা নিয়ে অবশ্য কোনও সন্দেহ ছিল না। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আরও তিনপ্রার্থী থাকলেও, কেউই টিকতে পারেনি পুতিনের সামনে।

এবারের নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে রাশিয়ার ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকতে যাচ্ছেন পুতিন। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিন ধরে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটি অনুষ্ঠিত হয়। তবে, তার জয়ের সমালোচনা করেছে পশ্চিমা বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ অন্যরা বলছেন, এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।