সরকারি কেনাকাটা আরো স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রীসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি। পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন।

তিনি জানান, সরকারি কেনাকাটায় আরও বেশি স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনোভাবেই যেন কম যোগ্যতার প্রতিষ্ঠান কাজ না পায়, সে ব্যাপারে সতর্ক থাকারও নির্দেশও দিয়েছেন।

ইচ্ছাকৃত ঋণ খেলাপির বিরুদ্ধে ফৌজদারী মামলা করা যাবে, এমন বিধান যুক্ত করে মন্ত্রিসভার বৈঠকে ফাইন্যান্স কোম্পানী আইন ২০২৩ এর খসড়ায় অনুমোদন দেয়া হয়। নতুন আইনে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া সুদ মওকুফ করা যাবে না। এদিকে, গ্রাম আদালত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।