তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার আগামী দুই বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন করে দশ হাজার ডিজিটাল ল্যাব স্থাপন করবে। শনিবার (১৩ ই জুলাই) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৫ বছরে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। আগামী দুই বছরে নতুন করে আরো ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।
সেই সঙ্গে এই ল্যাবগুলোকে আরো সক্রিয় করতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়গুলোতেও শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।’
তিনি বলেন, ‘সারা দেশে স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করা হচ্ছে। যেখানে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা ইউরোপ আমেরিকার মতো উন্নত প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হতে পারবে।
আগামী পাঁচ বছরে আইটি সেক্টরে ১০ লাখ তরুণের কর্মসংস্থান করা হবে এবং এ খাত থেকে পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয় করা হবে বলেও জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী।
তিনি জানান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ পঞ্চগড়ের দেবীগঞ্জসহ সারা দেশের ১৩টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছে।