দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) এরা আক্রান্ত হয়েছে  বলে জানানো হয়েছে।হাসপাতালে ভর্তি হওয়া ১৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৬ ও ঢাকার বাইরের দুজন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো ৯৩ জনে। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ বছর পহেলা জানুয়ারি থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক হাজার ২৬১ জন। এর মাঝে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন ৫২১ জন।

অন্যদিকে পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ১৫৬ জন। এদের মধ্যে ঢাকায় ৬৫৪ ও ঢাকার বাইরে ৫০২ জন রয়েছেন।এদিকে পহেলা জানুয়ারির থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।