যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দিন বাড়ানোর পর ১১ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। সোমবার (২৮ শে নভেম্বর) চতুর্থ দফায় যুদ্ধবিরিতির চুক্তির শর্ত অনুযায়ী তাদের মুক্তি দেয়া হয়েছে। বিনিময়ে ৩৩ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে ইসরাইল।
তাদের মধ্যে ৩০ জন শিশু ও ৩ জন নারী রয়েছে। এই নিয়ে চার দিনে হামাসের হাত থেকে মুক্তি পেলেন ৬৯ জন। আর কারাগার থেকে ইসরাইল ছেড়েছে ১৫০ ফিলিস্তিনিকে।
আমেরিকা ও কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্ধিত যুদ্ধবিরতির দুই দিনে হামাস আরও ২০ জন জিম্মিকে মুক্তি দেবে। আর কারাগারে বন্দি ৬০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল।
এদিকে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্য ১৫ হাজার ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছে হাজারো মানুষ। অন্যদিকে পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী।