মিয়ানমারের কাচিন রাজ্যের আরও তিনটি সেনাঘাঁটি দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। স্থানীয় গণমাধ্যম জানায়, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এবং কাচিন পিডিএফ গ্রুপ যৌথভাবে অভিযান চালিয়ে ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নেয়।

গত তিন দিনের লড়াইয়ে কাচিন ও রাখাইন রাজ্যে বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছে বলেও দাবি করেছে বিদ্রোহীরা। সেনাবাহিনীর বিপুল অস্ত্র ও গোলাবারুদ দখল করার কথাও জানিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এবং কাচিন পিডিএফ গ্রুপ। তবে সেনাঘাঁটি দখলের অভিযানে কয়েকজন বিদ্রোহী সদস্যও প্রাণ হারিয়েছে।

একই সাথে রাখাইন রাজ্যের দখল ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আর্মি। রাজ্যের একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে সামরিক সেনারা। রাখাইনে সামরিক সেনা ও বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে হামলা পালটা হামলায় চলছে তুমুল সংঘর্ষ।  জান্তা সরকার সেখানে পরাজয়ের দ্বারপ্রান্তে বলে দাবি করেছে আরাকান আর্মি।

রাজ্যের রাজধানী সিত্তেওয়ের কাছে পোন্নাগাউন শহরে অবস্থিত জান্তা সরকারের লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৫০-এর প্রধান ঘাঁটি দখলের কাছাকাছি বলে জানিয়েছে গোষ্ঠীটি। রাখাইনের রাজধানীর ৩০ কিলোমিটার উত্তরে অবস্থান জান্তা সরকারের শক্তিশালী এ ব্যাটালিয়নের। সম্প্রতি এ ব্যাটালিয়নকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে বিদ্রোহীরা।