সরকারের পদত্যাগের একদফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৫ ও ৬ নভেম্বর (রোববার ও সোমবার) দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (দোসরা নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনলাইনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এছাড়া, ২৮শে অক্টোবর থেকে চলমান আন্দোলনে মারা যাওয়া নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার দেশজুড়ে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

গত ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশি হামলা, নির্যাতন, গ্রেপ্তারের প্রতিবাদে পরদিন দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। এরপর টানা তিনদিন অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। যা শেষ হচ্ছে আজ। পুরনো কর্মসূচি শেষ হতেই নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও সমমনা দলগুলো।