রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিরল এক সফর করছেন। তার সৌদি আরব সফরেরও কথা রয়েছে এবং দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন।

বুধবার বিবিসি জানিয়েছে, পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে গাজা ও ইউক্রেনের যুদ্ধের পাশাপাশি তেল উৎপাদন নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

পুতিন বুধবার আবুধাবি বিমানবন্দরে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান তাকে সেখানে স্বাগত জানান।

পুতিনের সফরের বিষয়ে ক্রেমলিন থেকে বলা হয়েছে, ওপেক প্লাস এর অংশীদার হিসেবে জ্বালানি সহযোগিতার বিষয়ে তারা আলোচনা করবেন। বিশ্বের ৪০ শংতাশের বেশি তেল উৎপাদিত হয় ওপেক প্লাস দেশগুলোতে।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে মার্চ থেকে তার সফর সীমিত হয়ে যায়।

আইসিসি পুতিনকে ইউক্রেনের শিশুদের অবৈধভাবে রাশিয়ায় নির্বাসন দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে, যা একটি যুদ্ধাপরাধ। সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব কেউই আদালতের আইনগত বা বিচারের অধিকার স্বীকার করে না।

রাশিয়ার এ নেতা আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস এবং সেপ্টেম্বরে ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনসহ সাম্প্রতিক অন্যান্য আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনগুলোতে যাওয়া বাতিল করেন।

পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে বলেন, আমাদের সম্পর্ক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।

রুশ প্রেসিডেন্টের সফরে বাণিজ্য ও তেল সংযুক্ত আরব আমিরাতের এজেন্ডায় থাকবে। ক্রেমলিনের একটি বিবৃতিতে দেশটিকে  আরব বিশ্বে রাশিয়ার প্রধান অর্থনৈতিক অংশীদার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।