দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা আরেকটি ৭৫ এর প্রেক্ষাপট তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (শনিবার) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে যৌথসভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, ‘গণমাধ্যমের উন্নয়নে বর্তমান সরকার সবচেয়ে বেশি কাজ করেছে। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়েছে, গণমাধ্যমকে ডিজিটাল করেছে। এটা করে এখন মনে হয় সরকার ভুল করেছে, কারণ এখন আমাদের বিরুদ্ধেই অপপ্রচার, অপব্যাখ্যা দিচ্ছে ডিজিটাল মাধ্যমে’।
তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপবাদ ও মিথ্যাচার চলছে। তাদের সাথে যোগদান করেছে প্রথম আলো। বিএনপি ইফতার পার্টি করে সাংবাদিকদের বেধড়ক পিটিয়েছে কিন্তু তার নিউজ কিন্তু তারা করেনি। বিএনপি মিথ্যাচারের রাজনীতি করছে আর তাদের সহযোগী হচ্ছে প্রথম আলো। তাদের টার্গেট শেখ হাসিনা, তাদের টার্গেট গণতন্ত্র, তাদের টার্গেট সরকার’।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গণমাধ্যমে গঠনমূলক সমালোচনার ব্যাপারে আমাদের কোন মন্তব্য নেই। কিন্তু আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনির্বাচিত অসাংবিধানিক সরকারকে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র আওয়ামী লীগ সফল হতে দেবে না’।
তিনি বলেন, ‘বিএনপিকে আমরা প্রতিপক্ষ ভাবি, কিন্তু বিএনপি ভাবে আমাদেরকে শত্রু। মিথ্যাচার করতে করতে তাদের মাথা খারাপ হয়ে গেছে। কখন যে কি করে, কখন কোথায় গিয়ে নালিশ করে তারাও হয়তো জানে না’।
জাতীয় নির্বাচনে প্রভাব খাটানোর কোনো এখতিয়ার জাতিসংঘের নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি জানে তারা নির্বাচনে জিততে পারবে না, তাই তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আমরা এবার প্রস্তুত আছি দেখবো কে নির্বাচনে বাধা দেয়’।