দেশের উপর মৌসুমী বাযু সক্রিয় থাকায় ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ সারাদেশে আরো দু’দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সেই সাথে ঝড়ো বাতাস ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। আজ (শনিবার) আবহাওয়া অধিদপ্তরের বার্তায় এমন পূর্বাভাস দেওয়া হয়।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আগামী তিনদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী তিনদিনের আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকবে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে ২৩৯ মিলিমিটার।