আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, বড় বড় কেলেঙ্কারির হোতাদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ দ্রুত আরও দৃশ্যমান হবে।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজম্যান্টের  (বিআইজিএম) একটি অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা জানান।

এ সময় উপদেষ্টা আরও বলেন, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের এখন সহজেই ধরতে পারবে।

তিনি বলেন, ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের স্বার্থে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য। উপদেষ্টা উল্লেখ করেন, দাম কমানোর লক্ষ্যে এরই মধ্যে আলু ও পেঁয়াজের ওপর শুল্ক কমানো হয়েছে।
শিল্প কারখানা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক, শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। দ্রুত এটা সমাধান হবে।