উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার মরুভূমির দক্ষিণে একটি হাইওয়েতে দুটি পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। সোমবারের (১৪ নভেম্বর) এই দুর্ঘটনায় হতাহতরা সবাই সাব-সাহারান আফ্রিকান অর্থাৎ গিনি ও মালির নাগরিক।

মঙ্গলবার (১৫ নভেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, আলজেরিয়ার নাগরিক সুরক্ষা সংস্থা ফেসবুকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেগেন ও বোর্দজ বাদজি মোখতার নামক জায়গার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

২০২১ সালে উত্তর আফ্রিকার এই দেশটিতে সাত হাজারেরও বেশি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২ হাজার ৬৪৩ জন নিহত ও ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

দুর্ঘটনাগুলোর জন্য ব্যক্তিগত গাড়ির চালক ও গণ-পরিবহনকে দায়ী করে থাকে আলজেরিয়ার সড়ক নিরাপত্তা সংস্থা।