আরো একবার ম্যানচেস্টার সিটির ত্রাতা হলেন জুলিয়ান আলভারেজ। আরলিং হালান্ড ও বাকিদের ব্যর্থতার মাঝেও চেনা ছন্দে ছিলেন আর্জেন্টাইন তারকা। তার একমাত্র গোলেই ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতের ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসেল ইউনাইটেডকে।

খেলার প্রথমার্ধের ৩১ মিনিটে দলের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। ম্যাচের ৩১তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে বক্সের দিকে এগিয়ে যায় সিটি। বক্সে ফিল ফোডেনের পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে ঠিকানা খুঁজে নেন ‘স্পাইডার’ খ্যাত এই তারকা।

বিরতির আগে কয়েকটি সুযোগ পেয়েও হারায় সিটি। হালান্ড কয়েকবার চেষ্টা করেও গোলের খাতা খুলতে পারেননি। তাতেই ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিটিজেনরা।

বিরতির পর আরো দুটি মিস করেন হালান্ড। মিসের মহড়ায় যোগ দেন ফিল ফোডেনও। তাতে গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি সিটি। নিউক্যাসলও গোটা দুয়েক আক্রমণ করেছিল। কিন্তু দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন এডারসন।

রাতের অন্য ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে জিতে লিভারপুল। এদিকে অঘটন ঘটিয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে রুখে দিয়েছে স্পার্সরা।