আওয়ামী লীগ এ দেশকে চরমভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এ কারণে তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বুধবার) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সুপ্রিম কোর্ট বারের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাবতাম আওয়ামী লীগ জাতীয় নির্বাচন আর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চুরি করে। এখন সুপ্রিম কোর্টে ভোট চুরি করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য চুরি’- এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চুরি ছাড়া এদের আর কোনো কিছু নেই। চুরি করেই এদের চলতে হয়। এদের পেশা এবং নেশা হচ্ছে চুরি। দেশটাকে চুরি করে ফোকলা করে দিয়েছে।’

তিনি বলেন, সরকার আগে ভয় দেখাতে গুম করেছে, এখন পুলিশ দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করছে। আওয়ামী লীগ রাষ্ট্র বাহিনীকে ব্যবহার করে জনগণকে ভীতির মধ্যে রাখতে চায়। বিরোধীদল দমনে মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

বিএনপি মহাসচিব বলেন, মামলা, গ্রেপ্তার করে বিএনপিকে ভয় দেখাতে পারেনি, সভা-সমাবেশ বন্ধ করতে পারেনি। আন্দোলন রুখা যায়নি। জনগণের ন্যায় সঙ্গত দাবিকে অস্ত্র দিয়ে দাবিয়ে রাখা যায় না।

তিনি আরও বলেন, জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো শাসক টিকে থাকতে পারেনি। মানুষের চোখের ভাষা, দেয়ালের লিখন দেখুন। মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করে দেশকে খোকলা করে দিচ্ছে আওয়ামী লীগ সরকার।

সংবিধানের দোহাই দিয়ে বিনা ভোটের নির্বাচন হতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন,  রাস্তায়, গ্রামে-গঞ্জে প্রতিরোধ গড়ে তোলা হবে। দশ দফা আদায়ে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির হাতে ক্ষমতা তুলে দেয়া যাবে না আওয়ামী লীগের নেতাদের এমন বক্তব্য ভয়ানক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ক্ষমতায় থাকতে চায় সরকার। ক্ষমতা তুলে দেবেন, নাকি চলে যাবেন এটা ঠিক করবে জনগণ।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না এটা নিশ্চিত বলেও জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজ আদালতে পুলিশের সন্ত্রাসের রাজত্ব। বিএনপি জনগণের পক্ষে রাস্তায় নেমেছে, তাদের নিয়েই সরকারকে বিদায় করবে। রোযা ঈদ বাদ দিন, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর ছাড় নয়, আঘাত এলেই প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও জানান তিনি।