আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলে মনে করে বিএনপি’র সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। দেশে গণতন্ত্র ফেরাতে তাই আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
গতকাল সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয় যা মঙ্গলবার গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সরকার বিরোধী দলের আন্দোলন দমন করতেই সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতারের হীন কৌশল গ্রহণ করেছে। এছাড়াও এবারের হজ প্যাকেজ ধর্মপ্রাণ মুসলমানের সাধ্যের বাইরে নির্ধারণ করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
অবিলম্বে হজ প্যাকেজে অর্থের পরিমাণ কমিয়ে আনার আহ্বান জানায় বিএনপি’র স্থায়ী কমিটি।
এদিকে, মঙ্গলবার বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, নারীদের শিক্ষা অবৈতনিক করে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গ্রামে শিক্ষার প্রসার ঘটাতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান মির্জা ফখরুল।