গুলিবিদ্ধ হয়েও অল্পের জন্য বেঁচে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। ভাগ্যের জোরে এভাবে বেঁচে যাওয়ায় তিনি আলাহর দরবারে শোকরিয়া জানিয়েছেন। লাহোরের একটি হাসপাতাল থেকে এক বিবৃতিতে ইমরান খান বলেন, আলাহ আমাকে আরও একটা জীবন দিলেন। আল্লাহর ইচ্ছায় আবার লড়াই করব। ডান পায়ে তিন থেকে চারটি গুলি লেগে বর্তমানে লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইমরান খান।
লংমার্চে বন্দুকধারী তাকে লক্ষ করে গুলি ছোড়ে। কিন্তু তার ডান পায়ে তিন থেকে চারটি গুলি লাগে। বর্তমানে লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইমরান খান। হাসপাতাল থেকেই এক বিবৃতিতে ইমরান খান বলেন, আলাহ আমাকে আরও একটা জীবন দিলেন। আলাহর ইচ্ছায় আমি আবার লড়াই করবো।
গত শুক্রবার থেকে পাকিস্তান জুড়ে লং মার্চ শুরু করেছেন ইমরান। দেশে সত্যিকারের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে তিনি পথে নেমেছেন। বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদে লংমার্চের একটি সমাবেশে তিনি গুলিবিদ্ধ হন। আহত হয়েছেন বেশ কয়েকজন পিটিআই নেতা। দলের এক কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে ডন।
হামলার সময় ইমরানের কাছে থাকা নেতারা জানিয়েছেন, একে-৪৭ রাইফেল দিয়ে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী নিশ্চিত করেছেন, ইমরান খান আশঙ্কামুক্ত, তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো সন্দেহভাজন হামলাকারীকেও সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এরই মধ্যে ইমরান খানকে হত্যাচেষ্টার কথা স্বীকারও করেছেন। গ্রেফতার ব্যক্তি বলছেন, ইমরান খান জনগণকে বিভ্রান্ত করছিলেন। বিষয়টি মেনে নিতে না পারায় সাবেক প্রধানমন্ত্রীর ওপর হামলা করা হয়েছে।